ভেল্কি

পরিবার (এপ্রিল ২০১৩)

মোহাম্মদ ওয়াহিদ হুসাইন
  • ১৯
  • 0
  • ৩২
লাগি লাগি লাগি লাগি লাগি লাগি ভেল্কি লাগি,
তোমার চোখে আমার চোখে; আরো যারা আছেন জাগি।
ঘুমে যারা আছেন তারা স্বপ্ন দেখুন রাজা গজার,
রাবড়ি ছানা মণ্ডা পোলাও নানান খাবার মজার মজার।

সবার আগে ভেল্কি লাগুক আমার পরিবারের চোখে,
আমার বউয়ের ডাগর চোখে লাগুক সেটা এক পলকে।
আমার খোকার পংখীরাজা ঘোড়া উড়ুক পুবাল বায়ে,
আমার মেয়ের স্বপ্ন আসুক উড়াল ময়ূরকণ্ঠী নায়ে।
আমার বাবা মায়ের চোখে আসুক নেমে কোমল মায়া,
সোনালি খেত, রূপালি জল, সফলা ফল গাছের ছায়া।
দুধেল গরুর স্বপ্ন দেখে রাত্রি নামুক সাত সকালে,
সারাটা দিন জড়িয়ে থাকুক ভেল্কিবাজির মায়া জালে।

সাধ করে কি ভেল্কি খুঁজি? কাজ মেলেনা বেজায় ঘুরে,
পয়সা ছাড়া অন্ন কি আর আনতে পারি আপন পুরে!

খাবার ছাড়া কান্না খোকার, শুকায় চুপে আমার মেয়ে,
আমার বউয়ের মারমুখী মুখ, যখন তখন আসছে ধেয়ে।
মা বাবা- থাক তাদের কথা, তারা থাকেন তাদেরমত,
শীর্ণ দু’গাল বেয়ে তাদের অশ্রু ঝরে অবিরত।

অথচ ওই ওদিক পানে ছুড়ছে খাবার আস্তাকুড়ে,
আনন্দ আর হল্লা সেথায় শেষ হবেনা রাত দুপুরে।
তুফান বেগে ছুটছে গাড়ি, উড়ছে নিশান গরবে ভরা,
সব কিছু তার স্বর্গে যেন, হাত বাড়িয়ে যায় না ধরা।

তাইতো আমি বাধ্য হয়ে ভেল্কিবাজির স্বপ্ন বুনি,
এই আশাটা পূরণ হবার অপেক্ষাতে সময় গুনি।
মন্ত্র শুধু ভুল হয়ে যায়, খিদেয় কাঁপে সারা দেহ,
আছেন কোন মহৎ জনা, মন্ত্র পড়ে দেবেন কেহ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য অসহায়ত্বে জর্জড়িত কর্তার আর কিই বা করার আছে- যাদু মন্ত্র আর দোয়া ছাড়া। অভাবী সংসারের দারুন ছান্দসিক চিত্রায়ন। মুগ্ধ হলাম ওয়াহিদ ভাই।
Lutful Bari Panna সত্যি যদি কেউ মন্ত্র পড়ে দিত!- আপনার সহজাত ছন্দের হাতটি আবারো মুগ্ধ করল।
কোথায় ছিলেন ভাই এতদিন? লেখা কই? যাক আপনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগল। ভাল থাকবেন।
ছালেক আহমদ শায়েস্থা তুফান বেগে ছুটছে গাড়ি, উড়ছে নিশান গরবে ভরা, সব কিছু তার স্বর্গে যেন, হাত বাড়িয়ে যায় না ধরা। খুব ভাল লাগলো ভোট করে গেলাম।
ওসমান সজীব ভেল্কিময় অপূর্ব কবিতা
মিলন বনিক শুধুই অসাধারণ ওয়াহিদ ভাই...অসাধারণ....অনন্য ভাবনা....
জালাল উদ্দিন মুহম্মদ অনন্য রূপকে দারুণ চেতনা । খুব ভাল লেগেছে ওয়াহিদ ভাই ।
মাহাবুব আলম মজার কবিতা.........
খন্দকার আনিসুর রহমান জ্যোতি দারুণ একটা ভেল্কি দেখালেন বড় ভাই ...... যেমন শব্দ চয়ণ তেমনই তার ছন্দ মিল....আহা মন ভরে গেল....অনেক শুভকামনা আপনার জন্য,,,,,,
ভাল লেগেছে বলছেন? এমন হিজিবিজি কবিতা পাঠিয়ে ভয়ে ভয়ে ছিলাম। পড়া আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
রোদের ছায়া আপনার কবিতা পড়ে বেশ ভেল্কিবাজির খপ্পরে পড়ে গেলাম, ছন্দে ছন্দে জীবন পরিবার সবার কথা বলা হলো কবিতায় , শেষটুকু কঠিন বাস্তব ....আপনার জন্য শুভকামনা ।
না ভাই, ভেল্কির খপ্পরে আর পড়বেন কী, মন্ত্রই পড়াগেলনা। পড়া আর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনাদের প্রতিও শুভেচ্ছা।

০৪ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ৫৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪